পিএনএস ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন শুরু করেছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অনশন শুরু করেন তারা। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
অনশনে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, আমি খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতারা।
অনশনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে ইতোমধ্যেই প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির অনশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
পিএনএস/আনোয়ার
প্রেসক্লাবের সামনে বিএনপির অনশন শুরু
