পিএনএস ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বঙ্গভবনে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন।
তিনি জানান, রাষ্ট্রপতি প্রথমে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র রাজনীতিবিদ, বিচারপতি, সংসদ সদস্যবৃন্দ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী পেশাজীবী নেতৃবৃন্দ এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এরআগে রাষ্ট্রপতি ঈদের দিন সকাল ৮ টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। বাসস।
পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল
ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
